করোনা সন্দেহে অসুস্থ্য বৃদ্ধাকে জঙ্গলে ফেলে দিলো স্বামী-সন্তান!
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৪১,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
টাঙ্গাইল থেকে সংবাদদাতা:: করোনা আক্রান্ত সন্দেহে ৫০ বছরের এক বৃদ্ধাকে জঙ্গলে ফেলে গেছে স্বামী-সন্তানরা। গভীর রাতে জঙ্গলে কান্নার শব্ধ পেয়ে ঐ নারীকে উদ্ধার করে উপজেলা প্রশাসন।
তবে ঐ নারী আসলেই করোনা আক্রান্ত কী না, পরিক্ষার জন্য তার উপসর্গ ঢাকায় প্রেরণ করা হয়েছে।
অমানুষিক এ ঘটনাটি সোমবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে ঘটে।
উদ্ধার হওয়া বৃদ্ধার নাম মাজেদা বেগম (৫০)। তার বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়িতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি তাদেরকে জানায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অবগত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত ১টার দিকে পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানি।
তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতের প্রথমাংশের কোনো এক সময় করোনা আক্রান্ত সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় রাত ২টার দিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবাহান ওই নারীকে উদ্ধারের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলমের বরাত দিয়ে জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। করোনার ভাইরাস থাকার সন্দেহে রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।