‘মানুষ ঘরবন্দী থাকায় নিউইয়র্কে কমছে করোনা’
প্রকাশিত হয়েছে : ৪:০৫:৩১,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন এর গভর্নর অ্যান্ড্রু কওমো।
মানুষ ঘরে বন্দী থাকার কারণেই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
তিনি বলেন, এ পরিস্থিতিতে আমরা কী করব? প্রথমত, যা করছিলাম তা-ই করব, আমরা ঘরে থাকব, কারণ এতে কাজ হচ্ছে।
নিউইয়র্কের গভর্নর বলেন, আমরা করোনা সংক্রমণের হার নামিয়ে আনব, এটা আমাদের নামিয়ে আনতেই হবে।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশন নেয়া রোগীর সংখ্যা কমে আসছে, যা এখন গত তিন দিনে ৯৭ জন করে। এপ্রিলের ৪ তারিখ থেকে যে সংখ্যা ছিল তিনগুন বেশি। হাসপাতালে ভর্তির সংখ্যা কমে আসছে। বর্তমানে গড়ে দিনে ৩৫৯ জন ভর্তি হচ্ছেন। এ ছাড়া ইনটেনসিভ কেয়ারে নিতে হচ্ছে এমন রোগীর সংখ্যাও কমছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে এই প্রথম কোনো একটি দেশে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হলো।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। আর মৃতের হিসাবে শীর্ষে থাকা ইতালিকে পেছনে ফেলার পথে দেশটি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯৯ জন। মারা গেছেন ১৮ হাজার ৭১৯ জন।
গত ২৪ ঘণ্টায় কেবল নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন।