করোনায় নতুন আক্রান্ত ৫৮, মারা গেছেন ৩ জন!
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৩৩,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনাভাইরাসে মারা গেছেন। আর নতুন আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৪৮২ জন।
শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই সময়ের মধ্যে মারা যান তিনজন। এই সংখ্যা গতকালের চেয়ে অনেক কম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ থেকেই এখন করোনা ছড়াচ্ছে। তারা বিভিন্ন জেলায় ফেরায় এই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সকালের বাজারে অনেক লোক দেখা যাচ্ছে। লকডাউন কার্যকর না হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও হুঁশিয়ারি দেন জাহিদ মালেক।
এ সময় সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। পরীক্ষা করান, করোনা থেকে নিজেকে এবং পরিজনদের বাঁচান।