সরকারি ‘ছুটি’ বাড়ছে আরও ৭ দিন!
প্রকাশিত হয়েছে : ৯:১৪:০৩,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৬৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি ছুটি আরেক দফা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
সরকারের সূত্রগুলো বলছে, ছুটি বাড়তে পারে আরও সাত দিন।
এনিয়ে হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা উপলক্ষে চতুর্থবারের মতো বাড়ানো হবে সরকারি ছুটি।
আবারও সরকারি ছুটি বাড়ানো হতে পারে কি-না এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস শুক্রবার (১০ এপ্রিল) জানিয়েছেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।
বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় চতুর্থ দফা বাড়ানো হতে পারে ছুটি।
এদিকে, সময়ের সঙ্গে দেশে বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন; আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের।