মধ্যবিত্তদের ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৮:০৪:৪৩,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সমাজে অনেক লোক আছেন যারা কষ্টেও মানুষের কাছে হাত পাতেন না, তাদের তালিকা করে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক সুরক্ষার আওতায় সহযোগিতা পাচ্ছেন, তাদের পাশাপাশি একটি তালিকা করতে হবে। যারা কষ্টেও মানুষের কাছে হাত পাতেন না, মুখ বুঝে ঘরে বসে থাকেন তাদের।’
তিনি বলেন, ‘সমাজে অনেক লোক আছেন যারা কর্ম করে জীবন-জীবিকা করতেন। এদের অনেকেই আজ কষ্টে আছেন। তারা হাত পাততে আসবেন না। চাইতে পারবেন না। তাকে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হবে। তারা যেন কষ্টে না থাকে তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে।’
প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবাই মিলে একটা তালিকা করবেন। যার সত্যিকার অভাব রয়েছে, কষ্ট পাচ্ছে তাদের তালিকা যেন হয়। তাদের কাছে যেন খাবার পৌঁছায়। আমি জোর নিয়ে বলছি, যারা এ ধরনের কষ্টের মধ্যে আছেন কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না, তাদের জন্য একটা তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন। যাতে বাচ্চা শিশুরা কষ্ট না পায়।’
প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছি। তার সঙ্গে এটাও জোর দিতে হবে।’
শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। এটা এমনভাবে বিস্তার লাভ করছে যে, এই ভাইরাসটি মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী। এটা একটা অঙ্কের মতো বাড়ে।’
তিনি বলেন, এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয় সারাবিশ্বেই ঝড় বয়ে যাচ্ছে।