সিলেটে প্রথম এক চিকিৎসকের শরীরে মিললো করোনা!
প্রকাশিত হয়েছে : ৪:৩০:২৮,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ১০৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন এক চিকিৎসক।
তিনি নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা এবং সিলেট ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ও সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসক।
কয়েকদিন আগে তার বাসায় প্রবাসী এসেছিলেন। এর পর থেকেই তিনি অসুস্থ বলে জানা গেছে।
রবিবার (৫ এপ্রিল) তার শরীরে করোনা ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট স্বাস্থ্য অধিদপ্তর।
এমন খবরে সিলেটের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে জনগণকে আতঙ্কিত না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থানের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী সনাক্তের কথা বলা হয়েছিল তাদের মধ্যে ওই চিকিৎসকও রয়েছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তার শরীরে করোনাভাইরাস সনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্ত রোগি ধরা পড়লেও স্বস্তিতে ছিলেন সিলেটের মানুষ। কিন্তু এই প্রথম রোগী সনাক্ত হওয়ায় সিলেটের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, রবিবার বিকাল ৫ টা থেকে একমাত্র ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান পাট বন্ধ রাখতে তৎপর ছিলো প্রশাসন। বিচ্ছিন্নভাবে কিছু দোকান এ আদেশ অমান্য করলেও বেশিরভাগ দোকান ৫টার পূর্বেই বন্ধ করা হয়।