অবশেষে দুই সপ্তাহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রকাশিত হয়েছে : ৭:০২:০৮,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণের মধ্যেই দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে দুই সপ্তাহ (১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো।
করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে আসছিল। ইতিমধ্যে করোনা–আতঙ্কে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মত দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। রবিবারও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কম ছিল।
শিক্ষা মন্ত্রণালয় এত দিন বলে আসছিল এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। কিন্তু, রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। শিক্ষা মন্ত্রণালয় অবশ্য গতকাল সন্ধ্যা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বলেছিলেন, ‘স্কুল-কলেজ বন্ধের বিষয়টি আমাদের উচ্চপর্যায়ে আলোচনায় আছে। আমাদের ভাবনায়ও আছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সময়মতো বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’