ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দিরে ‘বারণী মেলা’ বন্ধ!
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৩১,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ১২৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিলেট গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে অবস্থিত শ্রী চৈতন্য দেবের মন্দিরে চৈত্র মাসের মেলা (বারনী মেলা) বন্ধ থাকবে।
তবে ধর্মীয় রীতিনীতি পালনে কোন বাঁধা থাকবে না।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মন্দিরে অনুষ্ঠিত ‘গোলাপগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র এক বৈঠতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে চৈত্র মাসের মেলা ও সর্বসাধারণের সমাগম বন্ধ থাকলেও ধর্মীয় রীতিনীতি পালনে কোন বাঁধা নিষেধ নেই।
বৈঠকে উপস্থিত ছিলেন, উজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মন্দিরের সেবায়েত শ্রী রাধা মিশ্র, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এম এ রহিম, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউপি সদস্য সেলিম আহমদ, নুকুল রাম মালাকারসহ মন্দির সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, সকলের মাঝে সচেতনতা সৃষ্টি ও লোক সমাগম সীমিত রাখতে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পূজা বা অন্যান্য ধর্মীয় রীতিনীতি পালনে কোন বাঁধা নিষেধ নেই। কিন্তু তাতে লোক সমাগম কম রাখা ভাল।