প্রবাসীরা সরাসরি দুদকে যেভাবে অভিযোগ করবেন
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৪৪,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের অভিযোগ ও অনিয়মের কথা শুনতে এবার নতুন সেবা চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের হটলাইন-১০৬ এ যেহেতু প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ করার সরাসরি সুযোগ পাচ্ছে না, তাই সমস্যার সাময়িক সমাধানের উদ্দেশ্যে নতুন একটি মোবাইল নম্বরে হটলাইনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
নতুন নম্বর হলো = + ৮৮০১৭১৬-৪৬৩২৭৬। এই নম্বরে যে কোনো সময় প্রবাসীরা অভিযোগ জানাতে পারবেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য ওই নম্বরে প্রবাসীদের অভিযোগ শুনবেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশন সভা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, ‘প্রবাসী নাগরিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারছেন না। তাই প্রযুক্তিগত এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত ওই নম্বরে যে কোনো সময় প্রবাসীরা তাদের অভি’যোগসমূহ জানাতে পারবেন।’
২০১৭ সালের ২৭ জুলাই দেশে অবস্থানরতদের জন্য হটলাইন-১০৬ চালু হয়। যেখানে সারাদেশের মানুষ দুদকের তফসিলভুক্ত দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতেই প্রতিদিন বিভিন্ন অভিযানে অংশ নেয় দুদকের এনফোর্সমেন্ট টিম।
বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। এই প্রবাসীরা বিভিন্ন সময় দেশে নানান দুর্নীতি-অনিয়ম-হয়রানির শিকার হন। এখন এসব বিষয়ে তারা অভিযোগ দিতে ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন।