গোলাপগঞ্জে দু’টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৫১,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পৌর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ দূষণ, পার্শ্ববর্তী নদী থেকে মাটি কেটে ইট নির্মাণ, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা পরিচালনা করায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতি এলাকায় গড়ে উঠা বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আহাদ ময়না মিয়ার মালিকানা বশির ব্রিক্স ফিল্ড ও ফারুক আহমদ চৌধুরীর মালিকানা হাফিজ এন্ড ব্রাদার্স ব্রিক্স ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পারভেজ আহমদ বলেন, ২০১৩ সালে হাইকোর্টে সিটি বা পৌরসভা এলাকার ভেতরে ইটভাটাগুলো অবৈধ ঘোষণা এবং বন্ধের নির্দেশ দেয়া হয়। ইটভাটার মালিক পক্ষকে অবহিত করা হলেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যান। অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও নদীর মাটি দিয়ে ইট নির্মাণের জন্য দুটি ব্রিকস ফিল্ডকে ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।