অনুমতি ছাড়া সমাবেশ: আ’লীগ এটা ঠিক করেনি: সিইসি
প্রকাশিত হয়েছে : ১:৪০:০৪,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমাবেশ ও মিছিল করায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘আওয়ামীলীগ এটা ঠিক কাজ করেনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সমাবেশ ও মিছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কে এম নুরুল হুদা বলেন, কমিশনের অনুমতি ছাড়া যে সমাবেশ ও মিছিল হয়েছে তা ঠিক হয়নি। আওয়ামী লীগের এটা করা উচিত হয়নি।
বৃহস্পতিবার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ঘিরে মৎস্য ভবন থেকে মতিঝিল চত্বরমুখী র্যালি করে আওয়ামী লীগ। র্যালিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের অনুসারী ও সমর্থকরা অংশ নেন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে উপস্থিত হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও হয়।
এ সমাবেশে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য ও এমপি আমির হোসেন আমু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ফজলে নূর তাপসকে ঢাকা সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করতে হবে। এ বিজয়কে মুজিববর্ষে উৎসর্গ করব। আমরা এ বিজয় শেখ হাসিনাকে উপহার দেব।