সৌদি আরবে সড়ক দুঘর্টনায় ৬ ব্রিটিশ নাগরিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৫৮,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১২৭৫ বার পঠিত
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মক্কায় একটি মিনিবাসের সাথে সংঘর্ষে এই ৬ ব্রিটিশ যাত্রীর মৃত্যু হয়। এদের মধ্যে একটি ২ মাসের নবজাতক শিশু রয়েছে। ব্রিটিশ ফরেন অফিসের বরাত দিয়ে গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ম্যানচেস্টারের একই পরিবারের ৪জন ও গ্লাসগো শহরের একই পরিবারের দুইজন সদস্য রয়েছে।
দুঘর্টনা কবলিত বাসের ১২ সদস্যের মধ্যে মধ্যে আরো ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাভেল এজেন্সি হজ্ব ট্যুর জানিয়েছে, ৬৪ বছর বয়সী এক মহিলা ও তার পরিবারের অপর ৫৭ বছর বয়সী মহিলা রাবিয়া আহমদও একই সড়ক দুঘর্টনায় নিহত হয়েছেন।
এদিকে একই সড়ক দুঘর্টনায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরের মোহাম্মদ আসলাম ও তালাথ আসলাম নিহত হয়েছেন। স্থানীয় গ্লাসগো সেন্টাল মসজিদ সূত্রে জানাগেছে তাদের ৫ সন্তান রয়েছে।
ফরেন অফিস জানিয়েছে নিহত শিশুর মা এবং ২ ও ৪ বছর বয়সী অপর দুই শিশুকে মারাত্মক আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন।