‘সমাপনী পরীক্ষা তুলে দিতে প্রধানমন্ত্রী কিছু বলেননি’
প্রকাশিত হয়েছে : ১:১১:৪৩,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পরিবর্তন আনতে চাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তবে ঠিক কী ধরনের পরিবর্তন হবে তা জানাননি তিনি।
বুধবার (১ জানুয়ারী) সমাপনী পরীক্ষা বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘সমাপনী পরীক্ষা তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। আমরাই বিভিন্ন মহলের মতামত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম। আমাদের কাছে অভিভাবকরা বিভিন্ন সময় প্রশ্ন তোলেন, তারা আমাদের পরীক্ষাটি তুলে দেওয়ার জন্য বলছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা হলো, এখানে কোমলমতি শিশুরা মেধার বিকাশ, মননশীলতা ও ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছে। তাদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করতে চাচ্ছি। আমরা সবার বেলায় সমান করছি, একটি পরীক্ষা থাকা দরকার বলে আমরা মনে করি। কারণটা হলো, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা সম্ভব।’
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘জিপিএ নিয়ে মায়েরা এত বেশি টানাটানি করে যা শিশুদের জন্য ক্ষতিকারক। প্রধানমন্ত্রীর কথা হলো, এটার বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কি না। এই পরীক্ষাটা তিনি (প্রধানমন্ত্রী) রাখতে চাচ্ছেন।’