ল্যাপারোস্কপির মাধ্যমে খাদ্যনালীর ক্যান্সারে সফল অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:৪১,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশে এই প্রথমবারের মতো ল্যাপারোস্কপির মাধ্যমে (কাটাছেড়া না করে শুধুমাত্র একটি ছিদ্রের মাধ্যমে) গলায় থাকা খাদ্যনালীর ক্যান্সারের সফল অস্ত্রোপচার করেছে ঢাকার এ্যাপোলো হসপিটাল। আর এ অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারির অগ্রদূত- অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেন। সফল অস্ত্রোপচারের পর সেবাগ্রহণকারী রোগী সুস্থ রয়েছেন।
জানা গেছে, সিলেটের নাজার বেগম নামে ৩৮ বছরের এক নারী দীর্ঘদিন থেকে গলায় খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছেন। কেমো থেরাপীর পরও কোন উন্নতি না হওয়ায় তিনি এ্যাপোলো হসপাতালের স্মরণাপন্ন হন। সেখানে প্রফেসর ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেন অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে ক্যান্সারকে নিধনের পরামর্শ দেন। কিন্তু গলায় অস্ত্রোপচার করতে সম্মত হয়নি রোগীর আত্মীয়-স্বজন। পরবর্তীতে কোন রকম কাটাছেড়া না করে শুধুমাত্র একটি ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচারের কথা তাদের জানালে সম্মতি দেন তারা।
সফল অস্ত্রোপচারের পর রোগীর আত্মীয়-স্বজন ও হসপিটাল কর্তৃপক্ষও মহা খুশি।
এবিষয়ে প্রফেসর ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেন প্রথমেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, আমরা যে রোগীর অস্ত্রো পচার করেছি, বড় কোনোরকম জটিলতা ছাড়াই পুরোপুরি সুস্থ হয়েই তিনি বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, গলার খাদ্যনালির ক্যানসার অন্যান্য ক্যানসারের তুলনায় অত্যন্ত ভয়াবহ। এই রোগের সার্জারির ক্ষেএে অধিকাংশ সময়ই পেটের সাথে বুকও কাটতে হয়, যা রোগীর জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং সার্জারির পর অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, এমনকি অনেকে মারাও যান। ল্যাপারোস্কপির সহায়তায় খাদ্যনালি, খাদ্যথলি এবং পরিপাকনালির বিভিন্ন অংশ অতিসহজেই বড় কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমাদের দেশে সর্বপ্রথম প্রফেসর ডাঃ মোহাম্মদ ফরিদ হোসেনই ল্যাপারোস্কপির সহায়তায় এই ধরনের অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করছেন। তিনি কিছুদিন পূর্বেও ল্যাপারোস্কপির মাধ্যমে খাদ্যথলি ক্যানসারের সফল সার্জারি করেন। বিদেশের তুলনায় এ্যাপোলো হসপিটাল ঢাকায় এই ধরনের অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারির খরচও ৩/৪ গুণ কম বলে জানান কর্তৃপক্ষ।