রাজাকারের তালিকায় পুলিশের ২৬ জন!
প্রকাশিত হয়েছে : ১০:২০:১১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দীর্ঘ দিন পর রাজাকারের তালিকা প্রকাশ হওয়ায় মহা খুশি মুক্তিযোদ্ধারা। ১০ হাজার ৭৮৯ সদস্যের নামের তালিকায় বরিশাল বিভাগেরই অন্তত ১ হাজার জনের নাম রয়েছে। এর মধ্যে তৎকালীন পুলিশ কর্মকর্তাসহ ২৬ সদস্য রয়েছেন।
রাজাকারের তালিকায় থাকা পুলিশের ২৬ সদস্য হলেন- পটুয়াখালী জেলা স্পেশাল ব্রাঞ্চের সাবেক পরিদর্শক মো. ওবায়েদুল হক, বরিশাল জেলার বানারীপাড়া থানার সাবেক ওসি নজরুল ইসলাম, ঝালকাঠির সাবেক পরদির্শক শাহ আলম, রাজাপুর থানার সাবেক ওসি বদরউদ্দিন আহমেদ, বরিশালের সিআইডি ক্যাম্পের পরিদর্শক আবুল মোতালেব জোমাদ্দার, পরিদর্শক মো. আবু, সাবেক পরিদর্শক নজরুল ইসলাম, নলছিটির সাবেক ওসি মো. ইউসুফ আলী, সিআইডি পুলিশ সামসুল আলম, শাহ আলম, ওসি সেকান্দার আলি, কর্মকর্তা মতিয়ার রহমান, উজিরপুরের সাবেক এসআই একেএম নুরুল ইসলাম, পটুয়াখালী রিজার্ভ অফিসের সাবেক এসআই এস ইসলাম, কোতোয়ালির সাবেক এসআই এমএ মান্নান, বরিশালের টিএসআই খন্দকার আব্দুল বারি, এসআই মান্নান, ফজলুর হক, ইসহাক, শামসুল হক, একেএম মতিউর রহমান, এএসআই আব্দুল মাজিদ, আব্দুস সাত্তার, আজাহার আলী, কনেস্টেবল আব্দুস সোবাহান ও গোলাম মাওলা।
বানারীপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুল হক বলেন, ৪৮ বছর পর হলেও রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। এতে আমরা খুবই খুশি। তবে এ তালিকা থেকে অনেকেই বাদ পড়েছেন। যাদের মধ্যে বড় সংগঠকও রয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর ১০ হাজার ৭৮৯ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যাচাই-বাছাই করে প্রথম ধাপে এ তালিকা প্রকাশ করে। তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।