গাম্বিয়ার চিত্র অবাস্তব, রাখাইনে গণহত্যা হয়নি: সূ চি
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:১০,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আন্তর্জাতিক বিচার শুনানী আদালতে গাম্বিয়ার বর্ণনা করা চিত্র ভূল-অবাস্তব এবং রাখাইনে কোনো গণহত্যা হয়নি জানিয়ে সেনাবাহিনীর পক্ষে সাফাই গাইলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারের শুনানির দ্বিতীয় দিন সামরিক জান্তার পক্ষে বক্তব্য তুলে ধরেন তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। এ দিন মিয়ানমারের পক্ষে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন। কাঠগোড়ায় দাঁড়িয়ে রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিথ্যে অভিযোগ তুলেন তিনি।
সুচি বলেন, ‘রাখাইনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরই, বিচ্ছিন্নতাবাদ দমাতে অভিযান চালানো হয়, এর জেরে কিছু রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে।’
গাম্বিয়ার করা এই মামলাকে ভুল এবং অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গাম্বিয়া রাখাইনের একটি অবাস্তব চিত্র তুলে ধরেছে।’ অনেক রোহিঙ্গা ৪০-এর দশকে চট্টগ্রাম থেকে রাখাইনে যায় বলেও উল্টো অভিযোগও করেন তিনি।
এদিকে, রোহিঙ্গা গণহত্যাকে অস্বীকার করে দেয়া সাক্ষ্যকে মিথ্যাচার বলে অবিহত করেন মিয়ানমারের নির্বাসিত মানবাধিকার কর্মী মং জারনি। তিনি বলেন, ‘বার্মিজ হিসেবে আমি একই সাথে লজ্জা ও ক্ষোভ প্রকাশ করছি, আমি যা শুনলাম তা মিথ্যা এবং প্রতারণা ছাড়া কিছুই না।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রথম দিনের শুনানিতে মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গা গণহত্যার বিবরণ দেয় মামলার বাদী গাম্বিয়া। দেশটির আইনমন্ত্রী আবু বকর বলেন, কোনো সভ্য সমাজ রোহিঙ্গা গণহত্যার বিষয়টি এড়িয়ে যেতে পারে না। গণহত্যার বিষয়টি আচমকা ঘটেনি, রোহিঙ্গা উৎখাতের বিষয়টি দীর্ঘদিনের। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিও ছিল তার কণ্ঠে। বৃহস্পতিবার দুই পক্ষই ফের নিজেদের যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরবে।