নাগরিকত্ব বিলের বিরুদ্ধে উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চল!
প্রকাশিত হয়েছে : ৯:৪২:১৫,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতে নাগরিকত্বের বিতর্কিত বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সোমবার মধ্যরাতে লোকসভায় বিলটি পাস হওয়ার পর নানা স্তরে এই প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। এছাড়াও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার পালিত হয়েছে এগার ঘণ্টার সর্বাত্মক বন্ধ।
আনন্দবাজার পত্রিকা (১১ ডিসেম্বর, বুধবার) জানিয়েছে, গুয়াহাটিসহ রাজ্যের শহরে-গ্রামে মিছিল, বিক্ষোভ, অবরোধ অব্যাহত রয়েছে। ভাঙ্চুর হয়েছে গাড়ি, বাস। আক্রমণ হয়েছে মন্ত্রী-সাংসদের বাড়িতে, কনভয়ে। পুলিশ জনতা সংঘর্ষে আহত হয়েছেন অনেকে।
পত্রিকাটি আরো জানায়, কেএমএসএস নেতা অখিল গগৈ আগামী কালও রাজ্য অচল করার ডাক দেন। রাজ্যের বিদগ্ধ সমাজ সব সরকারি অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে।
কটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেছেন। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আলফার পতাকা ওড়ানো হয়েছে। নিউ গুয়াহাটি স্টেশনে আন্দোলনে যোগ দেন রেলকর্মীদের একাংশও।
তবে তীব্র প্রতিবাদের মুখেও সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে। রাজ্যসভায় বিলটি উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ক্যাব নামে পরিচিত এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটির বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল প্রতিবাদে উত্তাল থাকলেও মঙ্গলবার তা তুঙ্গে পৌঁছয়। বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে পালিত হয় ধর্মঘটও।
অরুণাচল প্রদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাওয়া বাগাংয়ের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ‘সরকার নিজেদের রাজনৈতিক অভিসন্ধিতে এই বিল এনেছে। আমরা উত্তর-পূর্বের লোকজন নিজেদের ভারতীয় ভাবি।’
বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই বিক্ষোভে উত্তাল রয়েছে উত্তর-পূর্বাঞ্চল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।
নর্থইস্ট রেলওয়ে প্রধান গণসংযোগ কর্মকর্তা সুভানন চন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় কমপক্ষে ১৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।
এছাড়াও কংগ্রেস, তৃণমূলসহ বিভিন্ন বিরোধী দল যেমন পার্লামেন্টে এই বিলের বিরোধিতা করেছে, তেমনি বিভিন্ন মুসলিম দলের নেতাও বিলটিকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। দেশটির এক্টিভিস্ট এবং সাবেক আমলারাও আইন অমান্য আন্দোলন গড়ে তোলার ডাক দিচ্ছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করেছেন, এই বিলটি ভারতীয় সংবিধানের ওপর সরাসরি একটি আক্রমণ।