আন্তর্জাতিক আদালতের মুখোমখি হচ্ছেন সু চি!
প্রকাশিত হয়েছে : ৮:৫০:২৫,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছেন অং সান সু চি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুরু হওয়ায় বিচারের দ্বিতীয় দিন বুধবার (১১ ডিসেম্বর) মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরবেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে একসময় বিশ্বজুড়ে প্রশংসিত সু চি এবার আদালতে সেই সেনাবাহিনীর গণহত্যার পক্ষেই দাঁড়াতে যাচ্ছেন।
আদালতে সু চির বক্তব্যের সরাসরি সম্প্রচার দেখতে ইয়াংগুনে বিপুল জনতার ভিড় দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। আদালতের কাঠগড়ায় দাঁড়ানো মিয়ানমারের নেত্রীর পক্ষে দেশটির নাগরিকদের ব্যাপক সমর্থন রয়েছে।
এর একদিন আগে গতকাল মঙ্গলবার শুনানির প্রথম দিনে নিজেদের যুক্তি উপস্থাপন করে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবি জানান গাম্বিয়ার আইনমন্ত্রী। এ সময় রোহিঙ্গা গণহত্যাকে বৈশ্বিক ইস্যু হিসেবে উল্লেখ করে বিশ্ব কেন এ ধরনের বর্বরতা ঘটে যাওয়ার অনুমোদন দিচ্ছে সে প্রশ্ন তোলে দেশটি।
এদিন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে শুনানিতে রোহিঙ্গাদের ওপর সে দেশের সামরিক বাহিনীর একের পর এক নৃশংসতার ঘটনা তুলে ধরা হয়। তখন সেখানে পাথরের মত মুখ করে বসে ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই ঘটনার দুই বছরের বেশি সময় পর গত ১১ নভেম্বর অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করে গাম্বিয়া।