আ’লীগের সম্মেলনে খাবার নিয়ে চেয়ার ছোড়াছুড়ি!
প্রকাশিত হয়েছে : ১১:২১:২২,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বড় ধরণের কোন দূর্ঘটনা ছাড়াই শেষ হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে সিলেট নগরীতে কোন অঘটন ঘটার আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয় ক্ষমতাসীন দলের সম্মেলন।
তবে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করার পর বেলা সোয়া ১ টার দিকে খাবার বিতরণকালে প্যান্ডেলের ভিতরে কয়েকজন নেতাকর্মী চেয়ার ছোড়াছুড়ি করেন। তাৎক্ষনিক কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ সময় মঞ্চে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জুনেল নামে আওয়ামীলীগের এক কর্মী অন্য এক কর্মীর চেয়ারে বসার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এ সময় দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ও ঘটে। জেলা আওয়ামীলীগ নেতা জগলু চৌধুরী বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা। এত বড় একটি সম্মেলনে এ রকম কিছু ঘটতেই পারে। তবে এটা মূহুর্তেই শান্ত হয়েছে ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলন শেষে কাউন্সিল ছাড়াই কেন্দ্রীয় নেতাদের সমঝোতায় জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
সিলেট মহানগর কমিটিতে শীর্ষ নেতৃত্বের দু’জনই নতুন মুখ হলেও জেলা কমিটিতে সভাপতি পদে দীর্ঘদিনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা এডভোকেট লুৎফুর রহমানকেই রাখা হয়। আর সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয় সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমানকে। মহানগর কমিটির সভাপতি মনোনিত হয়েছেন জেলা শাখার সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন।