লুৎফুর রহমান-নাসির খানের নেতৃত্বে সিলেট জেলা আ’লীগ!
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:৩৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১২৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মনোনিত করা হয়েছে সাবেক ভারপ্রপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমানকে এবং সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেটের ঐতিহাসিক আলিয়ামা মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।