বিয়ানীবাজার আ’লীগের নেতৃত্বে আতাউর-আউয়াল
প্রকাশিত হয়েছে : ১:৩২:৩৯,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ভোট গগণা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্ধারীত কাউন্সিলরগণ ভোট দেন।
সভাপতি পদে আতাউর রহমান খান ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাসিব মনিয়া পেয়েছেন ১৬৭ ভোট এবং অপর প্রার্থী নজমুল হোসেন পেয়েছেন ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৬৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশিদ দিপু পান ১২৩ ভোট। অপর দুই প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম পল্লব-৫০ ও জামাল হোসেন-০৫ ভোট পান।