বিয়ানীবাজার আ’লীগে ভোটে আসছে নেতৃত্ব!
প্রকাশিত হয়েছে : ১:১৬:৪২,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব বাছাইয়ে ভোট শেষে এখন চলছে গণনা। এবার ভোটের মাধ্যমে উপজেলার নেতৃত্ব আসছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে শহরতলীর ইউসুফ কমিউনিটি সেন্টারে উপজেলার ১০ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্ধারীত কাউন্সিলরগণ ভোট দেন। ভোট শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সামনে ভোট গগণা শুরু করেন।
উপজেলা কমিটির হাল ধরতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 8জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন- সভাপতি পদে আব্দুল হাসিব মনিয়া, আতাউর রহমান খান ও নজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, হারুনুর রশিদ দিপু, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আবুল কাশেম পল্লব এবং জামাল হোসেন।