যুবদল নেতৃবৃন্দকে বুকে টেনে নিলেন মেয়র আরিফ!
প্রকাশিত হয়েছে : ৩:২৬:০৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে গুঞ্জন চলছিলো সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করছেন। শুক্রবার (১ নভেম্বর) রাত থেকে এমন সংবাদ বিভিন্ন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিলো। এমনকি দলের মহাসচিব বরাবর পদত্যাগের জন্য পত্র প্রেরণেরও গুঞ্জন শোনা যাচ্ছিলো।
কিন্তু শনিবার (২ নভেম্বর) রাত হঠাৎ একটি ছবি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে মেয়র আরিফ যুবদলের নবগঠিত কমিটির আহবায়ককে বুকে টেনে নিচ্ছেন। কিন্তু আসল ঘটনা কি তা এখনও জানা যায়নি।
জানাগেছে, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে যুবদল কে সুসংগঠিত করতে মেয়রের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, সদস্য সচিব মকসুদ আহমদ সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
ভাইরাল হওয়া ছবিতে মহানগর বিএনপির সহসভাপতি ও সিসিক কাউন্সিল কয়েছ লোদীকেও দেখা যায়।