রাস্তায় প্রসব হওয়া নারীর স্বজনদের সন্ধান কামনা!
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৩০,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গভীর রাতে রাস্তায় সন্তান প্রসব হওয়া এক নারী ও তার নবজাতক সন্তানের স্বজনদের খুঁজে পেতে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোণা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৫ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহতপুর বাজার এলাকার পেরী গ্রামের রাস্থায় একটি সন্তান প্রসব করে মানসিক প্রতিবন্ধি এক নারী। ওই সময় স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সদ্য ভুমিষ্ট হওয়া শিশু ও মাকে প্রথমে কেন্দুয়া ও পরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নবজাতকের নাম রাখা হয় “জয়িতা”।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ফখরুজ্জামন জুয়েল, এএসপি আল আমিন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পারসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ওই মা ও মেয়েকে দুজন নারী কনস্টেবল দিয়ে পাহারাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। মানসিক প্রতিবন্ধি নারী তার নাম পরিচয় বলতে পারছে না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোণার কেন্দুয়া আঠারোবাড়ি সড়কের ফেরিরমোড় এলাকায় ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধি নারী পেটের ব্যথা নিয়ে এক দোকানে পানি খেতে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পেটের ব্যথায় ছটফট করতে থাকে। কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের ফেরির মোড় এলাকায় জাহিদ হাসান জনির মনোহারি দোকানের সামনে ওইসময় একটি কন্যা সন্তান জন্ম দেয় ওই মানসিক প্রতিবন্ধি নারী।
দোকানদার জাহিদ হাসান জনি জানান,“ওই কিশোরী অর্ধ উলঙ্গ অবস্থায় তার দোকানে এসে পানি খেতে চায়। পানি দিলে, সে পানি খেয়ে চলে যায়। এসময় শুধু তার কোমড়ে বুকে একটি ওরনা পেঁচানো ছিল। কিছু দূর যেতেই সে একটি সন্তান প্রসব করে।
এঘটনার পর আমি আমার আম্মা আসমা খাতুনকে ডেকে এনে দেখাই। এরপর আমার বড় ভাই শামীম আহমেদ নূর সিএনজি ভাড়া করে কেন্দুয়ার আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ওই দিন কেন্দুয়া হাসপাতালে ভর্তির পর কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান শিশুটি এবং তার মায়ের চিকিৎসার খোঁজ খবর রাখেন।
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি জানান, আমরা মা এবং নবজাতক শিশুকে দুজন নারী কনস্টেবল দিয়ে সার্বক্ষণিক দেখবালের ব্যবস্থা করেছি। মা শিশু দুজনেই সুস্থ। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। শিশুটিকে কোথাও ফেলে দিতে পারে। মেরে ফেলতে পারে। এই অবস্থায় তাদের পরিচয় শনাক্ত করা জরুরী। শিশুটিকে অনেকেই নিতে আগ্রহী আছে। কিন্তু তার মায়ের দিক বিবেচনা করে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রচারের চেষ্টা করছি। যদি তাদের স্বজনদের খুঁজে পাই তাদের হাতে তুলে দেব।