আবরারের বাড়িতে ভিসিকে ঢুকতে দেয়নি জনতা!
প্রকাশিত হয়েছে : ১:২৮:২২,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারের কবর যিয়ারত এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গেলে তাকে ঢুকতে দেয়নি আন্দোলনরত স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কড়া নিরাপত্তায় রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সেখানে ছিলেন।
কবর জিয়ারত শেষে তিনি আবরারের বাড়িতে ঢুকতে চাইলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাঁধা দেন।
এক পর্যায়ে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের ওই বাড়ির সামনে থেকে পুলিশ ও র্যাব সদস্যের পাহারায় দ্রুত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
জানা গেছে, এখন এলাকায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ চলছে। পুলিশ স্থানীয় হাজার হাজার জনতার বিক্ষোভে বাধা দিলে এ সংঘর্ষ বাধে।
সকালে ছাত্রলীগ নেতাদের পিটুনিতে মারা যাওয়া বুয়েট ছাত্র আবরারকে দাফনের এক দিন পর কুষ্টিয়ায় তার বাড়ির উদ্দেশে যান ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম।