পিতার আসন ধরে রাখলেন সাদ এরশাদ
প্রকাশিত হয়েছে : ৩:০১:২৭,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রংপুর-৩ পিতার আসনটি ধরে রাখলেন এরশাদপুত্র সাদ এরশাদ। উপনির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূণ্য হয়। এ আসনে তার পুত্র রাহগির আল মাহি সাদ জাতীয় পার্টির প্রার্থী হন।
এছাড়া অপর প্রার্থীরা হলেন, বিএনপির রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার ওরফে আসিফ শাহরিয়ার।
শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। মোট ১৭৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। এতে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাদ এরশাদ। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এই প্রথম রংপুরের ১৭৫টি ভোটকেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হলো। শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একনাগাড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সর্বত্রই প্রায় ভোটারশূন্য।
রংপুরের অনেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, তারা বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১৫ ভাগ ভোট কাস্টিং করেছেন। সারা দিন অলস সময় পার করেছেন কর্মকর্তা ও পোলিং এজেন্টরা।
এছাড়া ভোটাররা জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এবং জাতীয় পার্টি ও বিএনপির শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় ভোটারদের মাঝে তেমন আগ্রহ ও উৎসাহ লক্ষ করা যায়নি।