পুলিশ বাবার পিস্তলের গুলিতেই আত্মহত্যা ছেলের!
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:২১,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বিন সাজ্জাদের মরদেহের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মর্গে সাজ্জাদের মরদেহের ময়না তদন্ত করেন ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
এ বিষয়ে ডা. সোহেল মাহমুদ বলেন, সাদিকের মাথার ডান পাশে একটি বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। যেখান দিয়ে বুলেটটি ঢুকে মাথার বাম পাশের চামড়ার নিচে আটকে ছিল। সেই বুলেটটি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাজ্জাদের শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই বুলেটের কারণেই তার মৃত্যু হয়েছে। এটি একটি কন্টাক্ট শট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে লালবাগ থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্ত করার জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সাদিক ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন এ ব্যাপারে বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকত। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।
আসলাম উদ্দিন বলেন, আমরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাব। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি ঘটনাস্থলে থাকা পুলিশের ওই কর্মকর্তা।