লিবিয়ায় বন্দুকধারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৪৯,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: লিবিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২০)। সে উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ কোনাগ্রামের সৌদিআরব প্রবাসী কয়ছর আলীর পুত্র। এ ঘটনায় আরো তিন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচা ছনু মিয়া।
তার মরদেহটি বর্তমানে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অধীনে রয়েছে। কবে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হবে এ বিষয়ে কেউই নিশ্চিত কিছু জানাতে পারছে না। নিহত জাহাঙ্গীর অবৈধ উপায়ে লিবিয়ায় পাড়ি জমায়। সেখানে সে শ্রমিকের কাজ করতো।
নিহতের চাচা ছনু মিয়া বলেন, জাহাঙ্গীর ৩ বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে। তার পরিবারে মাসহ ১ ভাই ও ২ বোন রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমরা লিবিয়ায় বসবাসরত পরিচিতদের কাছ থেকে তার মৃত্যুর খবর পাই। আমরা তাদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করছি। এদিকে, জাহাঙ্গীর আলমের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই পরিবার-পরিজন কান্নায় ভেঙে পড়েন। বারবার মূর্ছা যাচ্ছেন নিহত জাহাঙ্গীরের মা।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, এ বিষয়ে সরকারিভাবে তাদেরকে কিছুই অবহিত করা হয়নি। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নেয়া হচ্ছে।