সুপ্রিম কোর্টের আদেশে বেকায়দায় বরিস জনসন!
প্রকাশিত হয়েছে : ১:২৪:৪২,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সংসদ স্থগিতাদেশের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, সংসদ স্থগিতাদেশের সিদ্ধান্তটি আইনসম্মত নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বরিস জনসনের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে রুল জারি করে সুপ্রিম কোর্ট। এতে বরিস জনসন বেকায়দায় পড়ে গেলেন।
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হেল বলেন, সংসদ স্থগিতের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করা হয়েছে। কেননা, এর মাধ্যমে যথাযথ কারণ ছাড়াই সংসদকে তার কাজে বাধা দেয়া হয়েছে।
ব্রিটিশ হাউজ অব কমন্সের স্পিকার জন বার্কো সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন দেরি না করে যত দ্রুত সম্ভব সংসদ আহ্বান করার কথা। বার্কো এটাও জানিয়েছেন, তিনি এ বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে কথা বলবেন।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে পাঁচ সপ্তাহের জন্য সংসদ স্থগিতের আদেশ দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের তারিখ পর্যন্ত জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে সংসদ স্থগিতাদেশের পর ব্রিটেনের সংসদ সদস্যদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, সংসদ স্থগিত করে তাদের মুখ বন্ধ রাখা যাবে না। শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ হন।