ছাত্র মজলিসের সম্মেলন নিয়ে ডাকসু ভিপির সাথে সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ১:৩৪:০৬,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আসন্ন কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সফলতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরু।
বুধবার (১১ সেপ্টেম্বর) ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মনসুর আলম মনসুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিপি নুরকে সম্মেলনের দাওয়াত দিতে গেলে তিনি এ সফলতা কামনা করেন। এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথেও সাক্ষাত করেন প্রতিনিধিদল।
এসময় ডাকসু ভিপি নূরুল হক নুরু, সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, ফারুক হোসেনকে সম্মেলনের দাওয়াত দেওয়া হয়।
প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, কেন্দ্রীয় জোন সদস্য মুহাম্মদ শিহাব উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি আবুল আফফান মুহাম্মদ ওসমান প্রমুখ।
ভিপি নুরুল হক নেতৃবৃন্দের সাথে বেশ কিছু সময় মতবিনিময় করেন এবং কর্মসূচির ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ ও প্রত্যয় ব্যক্ত করেন ।
উল্লেখ্য, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশীর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। উদ্বোধনী অধিবেশন শুরু হবে ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমীর, সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট শিক্ষাবীদ ও জাতীয় নেতৃবৃন্দ।
এ সম্মেলনকে সফলের জন্য সারাদেশজুড়ে চলছে সর্বাত্মক প্রস্তুতি। প্রথম দিনের উদ্বোধনী অধিবেশন উন্মুক্ত থাকায় যে কারো অংশগ্রহণের সুযোগ রয়েছে।