এরশাদ পুত্রকে সংসদে পাঠাতে আ’লীগের সাথে সমঝোতা!
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:০৭,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রয়াত এইচএম এরশাদের রংপুর-৩ আসনে উপনির্বাচনে এইরমধ্যে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। ভোটের হিসেবে এ আসনে বরাবরের মতো শক্ত অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। তবে এ নির্বাচন থেকে আওয়ামী লীগ সরে না দাঁড়ালে হারের শঙ্কায় পড়তে পারে জাপার মনোনয়ন পাওয়া এরশাদপুত্র সাদ এরশাদ।
সাদ এরশাদের জয় নিশ্চিত করতে রংপুর-৩ আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তবে এ বিষয়ে আওয়ামী লীগ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানান তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।
জিএম কাদের বলেন, রংপুর-৩ আসনে দলের নেতাদের ঐক্যমতের ভিত্তিতে সাদ এরশাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাপা চেয়ারম্যান বলেন, দলটির সঙ্গে অনেক মানুষ জড়িত। তাই কার কী ক্ষতি হলো বা কে লাভবান হলেন তা বড় করে দেখা হচ্ছে না। দলকে যে কোনো মুল্যে ঐক্যবদ্ধ রাখতে দুই অংশের মধ্যে সমঝোতা হয়েছে। সবার আগে দেশ ও দল বড়।
সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি অন্য কোনো দল দ্বারা পরিচালিত হয় না।