বিরোধী দলীয় নেতা রওশন, উপনেতা কাদের!
প্রকাশিত হয়েছে : ১১:২১:৩৯,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবশেষে সমঝোতায় আরেক দফা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেলো পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাতেগড়া জাতীয়পার্টি। এরশাদের মৃত্যুর আগ থেকেই শঙ্কা ছিলো চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্ব নিয়ে কি হবে। তবে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিচক্ষনতায় আপাতত ভাঙ্গন থেকে দলটি রক্ষা পেয়েছে। দলের চেয়ারম্যানের হাল ধরেছেন এরশাদের ভাই জিএম কাদের ও সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ। এরশাদের মৃত্যুর পর উভয় পদই নিজের দখলে রাখার কৌশলে ছিলেন দু’জনই। তবে জিএম কাদের চেয়ারম্যানের পাশাপাশি বিরোধী দলীয় নেতা না হলেও উপনেতা হয়েছেন। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
জানা গেছে, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।