কলেজ অডিটরিয়াম থেকেও ‘শহীদ জিয়ার’ নাম বাদ!
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪১,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। জিয়া মারা যাওয়ার পর বিএনপি ক্ষমতায় আসলে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয় জিয়ার নামে। এমনকি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরটিও ছিল জিয়াউর রহমানের নামে। ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে একে একে সকল স্থাপনা থেকে মুছে ফেলা হয় জিয়াউর রহমানের নাম। এমনকি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়ার নাম বাদ দিয়ে নামকরণ করায় ‘হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর নামে। শুধু জিয়াউর রহমান নয় যেখানেই সরকারী বা আদা সরকারী প্রতিষ্ঠান বিএনপির কারো নামে নামকরণ করা হলেই তা ভেঙ্গে কোন মনষী বা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি অথবা স্থানীয় নামে নামকরণ করছে আওয়ামীলীগ সরকার।
ঠিক তেমনিভাবে মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়াম স্থাপন করে ‘শহীদ জিয়া অডিটরিয়াম’ নামে নামকরণ করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। অবশেষে সেখান থেকেও জিয়ার নাম মুছে ফেলেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) কলেজ অডিটরিয়ামে লেখা ‘শহীদ জিয়া’ ভেঙ্গে ‘মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়াম’ নাম লিখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় তারা নানা স্লোগান দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে অডিটরিয়ামের ছাদে উঠে সাবল দিয়ে খুচিয়ে ‘শহীদ জিয়া’ নাম ভাঙ্গছেন কিছু নেতাকর্মী। আর ভবনের নীচে বেশ কয়েকজন কর্মী নানা স্লোগান দিতে দেখা গেছে।
তবে এব্যাপারে কলেজ কর্তৃপক্ষ, আওয়ামীলীগ, ছাত্রলীগ বা প্রশাসন এমনকি বিএনপির কোন প্রতিক্রিয়া জানা যায়নি।