ছাত্রদলের নেতা বাছাইয়ে বৈধ ৪৫, বাদ ৩১!
প্রকাশিত হয়েছে : ৪:১৩:২২,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৬ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই কমিটি সেখান থেকে ৪৫ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেছে। তাদের মধ্যে সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩০ জনকে বৈধতা দেয়া হয়। আর বাদ পড়েন ৩১ জন।
মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল উপলক্ষে যাচাই-বাছাই কমিটির সভা থেকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপি বৈঠক শেষে যাচাই-বাছাই কমিটির আহবায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত ৩১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
বাছাইয়ে ঠিকলেন যারা-
সভাপতি পদে-কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মো. মামুন খান, আশরাফুল আলম ফকির, মো. ফজলুর রহমান খোকন, মো. মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. সুরুজ মন্ডল, মো. শামীম হোসেন, সুলায়মান হোসাইন, মো. ইলিয়াস, এসএম সাজিদ হাসান বাবু ও এবিএম মাহমুদ আলম সরদার।
সাধারণ সসম্পাদক পদে- মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারীমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম, মো. আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো. মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল চৌধুরী, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহনেওয়াজ, মো. মহিনউদ্দীন রাজু, মুন্সি আনিসুর রহমান, ইকবাল হাসান শ্যামল, মো. জুয়েল হাওলাদার ( সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মিজানুর রহমান শরীফ, রাশেদ ইকবাল খান, আরিফুল হক, রিয়াদমোহাম্মদ ইকবাল হোসাইন, মো. আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আবদুল মোমেন মিয়া, মো. রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মো. আবুল বাশার, মো. আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজাহারুল ইসলাম, এএএম ইয়াহইয়া।
এদিকে, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের আপিল করার সুযোগ রয়েছে। শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ৩ সদস্যের আপিল কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত।
শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোট হবে আগামী ১৪ সেপ্টেম্বর, যাতে সারাদেশে ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর ভোট দেবেন।
এই নির্বাচন পরিচালনার জন্য খায়রুল কবির খোকনের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।