বিএনপির সমর্থন নিয়ে এমপি হয়ে যোগ দিচ্ছেন জাপায়!
প্রকাশিত হয়েছে : ২:৫১:৩১,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বিএনপির সমর্থন নিয়ে বিজয়ী হয়ে যোগ দিচ্ছেন জাতীয় পার্টিতে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টায় জাতীয় পার্টির বনানী অফিসে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেবেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে এমপি হন স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী রেজাউল করিম বাবলু। ধানের শীষের ‘অন্ধ সমর্থকরা’ তাকে এক লাখ ৯০ হাজার ২৯৯ ভোটে এমপি নির্বাচিত করেন। তার প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী জাপা নেতা এমপি মুহাম্মাদ আলতাফ আলী মাত্র ২৬ হাজার ৫৪ ভোট পেয়ে জামানত হারান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খান ৬৫ হাজার ২৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন।
এর আগে রেজাউল করিম বাবলুকে দলে নিতে টানাহেঁচড়া শুরু হয়েছে। তার স্বাক্ষর জাল করে দলে যোগদানের বিষয় নিয়ে ধূম্রজালের সৃষ্টি করেছে একটি মহল।
এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল করিম বাবলু এমন অভিযোগ করে জানিয়েছিলেন, তিনি কোনো দলে যোগ দেননি। দেশ, জাতি ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য। কোনো কোনো মহল আমার স্বাক্ষর জাল করে তাদের দলে যোগদানের বিষয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছে। মূলত আমি কোনো দলে যোগদান করিনি। দেশ, জাতি ও জনগণের স্বার্থে যখন যা প্রয়োজন সময় সাপেক্ষে সে সিদ্ধান্তই গ্রহণ করব।