চুরি যাওয়া শিশু ফিরলো মায়ের কোলে, বিক্রিকালে আটক ৩
প্রকাশিত হয়েছে : ২:৫৮:২৬,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জে চুরি হওয়া তিন বছরের শিশু রাফসানকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ। শিশু রাফসান জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়ার ছেলে। তাকে সন্তান পরিচয়ে অন্যত্র বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনা তুলে ধরেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়ার তিন বছরের সন্তান রাফসান মিয়াকে চুরি করে পালিয়ে যান একই গ্রামের পামেল মিয়া ও জোবেদা খাতুন।
পরদিন জামালগঞ্জের রামনগর গ্রামে এসে নিজ সন্তান পরিচয়ে কবীর মিয়া নামক এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকায় দত্তক দিয়ে চলে যান জোবেদা।
১৫ আগস্ট চুরি যাওয়া রাফসানের বাবা-মা জানতে পারেন তাদের সন্তানকে একই গ্রামের জোবেদা বিক্রি করে দিয়েছেন। পরে তারা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্যদের নিয়ে রামনগর গ্রামে গিয়ে শিশুকে উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ লক্ষ্মীপুর গ্রামের পামেল মিয়া, জোবেদা বেগম ও দত্তক নেওয়া কবীর মিয়াকে আটক করেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে চুরি যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে নতুন পোশাক পরিয়ে তুলে দেয় পুলিশ।