আদালতে আসামীকে আইনজীবীর মারধর!
প্রকাশিত হয়েছে : ৪:০৪:১৭,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৩০ বার পঠিত
নড়াইল থেকে সংবাদদাতা:: নড়াইলে পুলিশি হেফাজতে থাকা সুমন নামে যৌতুক মামলার এক আসামিকে আদালত চত্তরে মারধর করলেন এক আইনজীবী। এ ঘটনায় ঐ আইনজীবীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) সুমন হোসেনের (নও মুসলিম) বিরুদ্ধে আদালতে তার স্ত্রী শিপ্রা রায়ের যৌতুকের মামলা রয়েছে। দুপুর ১টার দিকে আসামি সুমনকে পুলিশ হেফাজতে আদালতে হাজির করা হয়। মামলাটি মিমাংসার জন্য শিপ্রা রায়ের আইনজীবী নজরুল ইসলামকে প্রস্তাব দেন সুমন। এসময় উপস্থিত আইনজীবী নজরুল ইসলামের জুনিয়র খন্দকার সোহেলী পারভীন শিলি ক্ষিপ্ত হন। আদালত মুলতবির পর আসামিকে নিয়ে পুলিশ বেরিয়ে গেলে সোহেলী পারভীন শিলি সুমনের মুখে চড়-থাপ্পড় মারেন।
কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পুলিশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট খন্দকার সোহেলী পারভীন শিলিকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নড়াইল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ জানান, বিষয়টি তার জানা নেই।