বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো সিলেটের মহাজনপট্টি!
প্রকাশিত হয়েছে : ২:০৩:২৮,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত
ইমরান আহমদ:: বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো সিলেট নগরীরর ব্যস্ততম মহাজনপট্টিসহ আশপাশ এলাকা। একটি ক্রোকারিজের গোদামে লাগা আগুনে ৮/১০টি দোকান পুড়লেও পাশে থাকা রাসায়নিক গোদামে পৌছার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বুধবার (৭ আগস্ট) দুপুরে লাগা আগুন প্রায় দেড়ঘন্টা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানাগেছে, দুপুর ২টার দিকে মহাজনপট্টি কুশিয়ারা রেস্ট হাউজের পেছনের লোনীতে একটি ক্রোকারিজের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া গুদাম ঘরগুলোর পাশেই রাসায়নিকের মজুদ ছিলো। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।
নগরীর ঘনবসতি এই এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহাজনপট্টিকে অগ্নিকান্ডের জন্য নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিল এন্ড সিভিল ডিফেন্স বিভাগ।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।