সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথ নাটক, পোষাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:১২:১৫,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৪৯৯ বার পঠিত
ডেস্ক:: রাজধানীর মোহম্মদপুরের সুবিধাবঞ্চিত শিশুদের মাধ্যে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে প্রদর্শিত হলো জনসচেতনতামূলক পথ নাটক। পথ নাটকে অংশগ্রহণ করে স্পন্দনবি বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শিশুদের জন্য পোশাক প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান শৈশব বাংলাদেশের সহযোগিতায় ঈদের নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি)।
এ সময় শৈশব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব চৌধুরী, এসসিডির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্টি ব্যবসায়ী কাব্য আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের প্রতিভা বিকাশের জন্য আয়োজন করা হয় গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংক দৌড়সহ বিভিন্ন প্রতিযোতিার।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সামাজিক অবক্ষয় রোধে নিজেদের এবং শিশুদের ভ‚মিকা সম্পর্কে জানান দিতে প্রদর্শন করে পথ নাটক। নাটকের মধ্য দিয়ে বর্তমান সমস্যা এবং প্রতিকারে করনীয় বিষয়বস্তুসমূহ তুলে ধরে। ইভটিজিং, মাদক, ডেঙ্গু সচেতনতা, নিরাপদ রাস্তা পারপার সহ নানা বিষয় প্রাধান্য পায় নাটকটিতে। আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান এবং একই বিদ্যালয়ের মোট ১৬১ জন শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন পোশাক ও শিক্ষা উপকরণ তুলে দেয় আয়োজক প্রতিষ্ঠানটি। এ সময় শৈশব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব চৌধুরী বলেন, শিশুদের উন্নয়নে সবসময় পাশে আছি এবং আগামীতেও থাকতে চাই।
এসসিডির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শুধুমাত্র দেয়ার রীতি থেকে বের হয়ে আসছ্ িযারা প্রকৃত বঞ্চিত শিশুদের নিকট সুবিধা পৌছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি, যা ধীরে ধীরে সকল এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের কাছে নিয়ে যেতে চাই। আয়েজনটি সফল করতে বিশেষ ভূমিকা রাখে মহিউদ্দিন তোহা, রাশিব আহমেদ, মাহমুদুল হাসান তুহিন, আসাদুর রহমান আসাদ, মাসুদ রানা প্রমুখ।
সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে শিক্ষা, সংস্কৃতি উন্নয়নে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আত্ম সচেতনতাবোধ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকাশে কাজ করে চলেছে। সংগঠনটি মানুষের অপচয় হওয়া সময়কে কার্যকর করতে বইবন্ধু শীর্ষক প্রকল্প শুরু করেছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে গণপরিবহণ পাঠাগার, হাসপাতাল পাঠাগার, তৃতীয়লিঙ্গ কমিউনিটি পাঠাগার রাজধানী ঢাকায় চলমান রয়েছে।