আদালতের আদেশ জালিয়াতি মামলায় সাংবাদিক, এমপিসহ আটক ২৭
প্রকাশিত হয়েছে : ৭:২০:৩৫,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা চালানোর অভিযোগের মামলায় বিএনপির সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকসহ ২৭ ইটভাটা মালিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৯ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে বিচারক আহমদ ভূঞা এই আদেশ দেন।
আসামিরা হলেন- দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ.জেড. এম রেজয়ানুল হক, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুর রহমানসহ মোট ২৭ জন।
উচ্চ আদালতে রিট করার অজুহাতে তার আদেশনামা জালিয়াতি করে এই ২৭ জন মালিক ইটভাটা চালিয়ে আসছিলেন বলে জানা যায়।
এই মামলায় সরকার পক্ষের পিপি ছিলেন, আজিজুল ইসলাম জুগলু এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.নুরুজ্জামান জাহানী।
জালিয়াতির অভিযোগে সাবেক এমপি, রাজনীতিবিদ. বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকসহ ২৭জন ইট ভাটার মালিককে একই সাথে জেল-হাজতে প্রেরণের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।