কে হচ্ছেন সিলেট জেলা যুবলীগের কান্ডারী!
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৩২,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ১১২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন নেতৃত্বের ধারা বিকশিত করতে ১৬ বছর পর চলছে সিলেট জেলা যুবলীগের সম্মেলন।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে আলোচনা সভা শুরু হয়।
সকাল থেকে নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এবারের সম্মেলনে সভাপতি পদে লড়াই করছেন ৪ জন। তারা হলেন- জেলা যুবলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মো. আলমগীর।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও প্রার্থী ৪জন। তারা হচ্ছেন- জেলা যুবলীগের বর্তমান প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ।
তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন সিলেট জেলা যুবলীগের কান্ডারী তা নিয়ে অধির আগ্রহে আছেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৯২ সালের পর সিলেট জেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবহার করা হয়নি। ২০০৩ সালে যুবলীগের সম্মেলন হলেও ভোট হয়নি। সমঝোতার মাধ্যমেই ওই সম্মেলনে জগদীশ চন্দ্র দাসকে সভাপতি ও আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এরপর আরে কোনো সম্মেলন হয়নি জেলা যুবলীগের।