এবার সিলেটের ডিআইজি প্রিজন টাকাসহ গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ২:২৫:০১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৬২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঘুষ কেলেঙ্কারীর দায়ে সিলেটের সাবেক ডিআইজ মিজানুর রহমানের পর এবার সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিক গ্রেফতার হয়েছেন। এসময় তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৮জুলাই) বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তাঁর বাসায় অভিযান চালায় দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রবিবার সকাল দশটা থেকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের দুদকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পার্থ গোপাল বণিক সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের নিয়ে অভিযানে যায় দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল। দুদকের দলটি ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় বিকেলে অভিযান চালায়। অভিযানকালে ওই বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।
দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা এই অর্থ বাসায় রেখেছিলেন ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক।