ডেঙ্গু জ্বরের চিকিৎসা ফি ৫০০ টাকা!
প্রকাশিত হয়েছে : ১২:০৯:২২,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবশেষে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা ব্যায় নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু জ্বরের বিস্তারের মধ্যে রাজধানীর বেসরকারি হাসপাতাল ও রোগ পরীক্ষাকেন্দ্রগুলো ইচ্ছামত ফি আদায় করতো। এখন তাদের লাগাম টেনে ধরেছে সরকার। সর্বোচ্চ কত টাকা নেয়া যাবে, তা ঠিক করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ পাঁচশ টাকা নেয়া যাবে পরীক্ষার জন্য। আর সরকারি হাসপাতালে বিনামূল্যে হবে পরীক্ষা।
মোট তিনটি পরীক্ষার ফি ঠিক করে দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা এনএসওয়ান এবং আইজিএম ও আইজিইর জন্য নেওয়া যাবে এই ৫০০ টাকা। এতদিন ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায়ের তথ্য ছিল।
আর সিবিসি (আরবিসি, প্লাটিলেট ও হেমাটোক্রিট মিলিয়ে) নেয়া যাবে ৪০০ টাকা। একদিন এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো।
রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে প্রাইভেট হাসপাতাল- ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক-ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভায় তা নির্ধারণ করে দেয়া হয়।
সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আগে সবাই ইচ্ছামতো নিত, এখন আমরা এই তিনটা টেস্টের মূল্য নির্ধারণ করে দিয়েছি। এর বেশি কেউ নিতে পারবে না। আর সরকারি হাসপাতালে ফ্রি করবে।’
‘আমরা নির্দেশ দিয়েছি, তারা সবাই ছিল। তাই এই সিদ্ধান্ত মেনেই গিয়েছে। আজকে থেকেই সিদ্ধান্ত কার্যকর।’
চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। জ্বর হলেই নগরবাসী ছুটছে হাসপাতাল ক্লিনিকে, পরীক্ষা করে নিশ্চিত হতে চাইছে ডেঙ্গু হয়েছে কি না। আর এই সুযোগ নিচ্ছে হাসপাতাল আর রোগ পরীক্ষাগারগুলো। সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ, তিন গুণ, এমনকি চার গুণ টাকা আদায়ের তথ্য মিলেছে।
প্রথম ধাপের ডেঙ্গু পরীক্ষায় যেসব সামগ্রী লাগে তার দাম এক থেকে সর্বোচ্চ তিনশ টাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষায় লাগে ৩০০ টাকা, বঙ্গবন্ধু মেডিকেলে লাগে ৬০০ টাকা। অথচ বেসরকারি বিভিন্ন চিকিৎসালয়ে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায়ের তথ্য মিলেছে।
সভায় ডেঙ্গু টেস্টের স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা নিম্নে তুলে ধরা হলো-
১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:
ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ); পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০ টাকা।
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।
আর এই মূল্য তালিকা আজ রবিবার, ২৮ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
২) সব প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩) সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।