সিলেট নগরীর অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান চলবে!
প্রকাশিত হয়েছে : ৩:১০:৪৩,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে নগরীর শাহজালাল (রহ.)-এর মাজার গেইট এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান নগরীর আম্বরখানা, জালালাবাদ হয়ে সুবিদবাজার গিয়ে শেষ হয়।
এ সময় সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার সদস্যরা নগর পুলিশের সহযোগিতায় সড়কের দুই পাশে অবৈধভাবে শতাধিক ছোট-বড় বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করেন।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘মানুষের চলাচলে বাধা সৃষ্টিকারী অবৈধ বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট বিনির্মাণের জন্য এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।
এ সময় সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ছাড়াও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।