মিন্নির পক্ষে লড়তে বরগুনা যাচ্ছেন আরো ২০ আইনজীবী!
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৩৫,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরিফ হত্যা মামলায় আটক তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে লড়তে সকালে ঢাকা থেকে বনগুনা গেছেন ১৪ আইনজীবী। আরো ২০ জন সাংবাদিক বিকেলে রওয়ানা হবেন বলে জানা গেছে।
এছাড়া আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিবেন শতাধিক আইনজীবী। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি’র আইনজীবীরা এই সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ব্লাস্টের জ্যেষ্ঠ কর্মকর্তা জেডআই খান পান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১৪ সদস্যর আইনজীবী প্রতিনিধি দল বরগুনার পথে রওনা দিয়েছে। বিকেলে ২০ সদস্যর আরো একটি আইনজীবী প্রতিনিধি দল বরগুনা যাবে। শতাধিক আইনজীবী লড়বেন মিন্নির পক্ষে।
জেডআই খান পান্না বলেন, তিন সংগঠনের আইনজীবীদের প্রতিনিধি দল বরগুনা যাচ্ছে। ইতোমধ্যে অভিজ্ঞ ১৪ জন আইনজীবী রওনা দিয়েছেন। বিকেলে আরো ২০ জন আইনজীবী ঢাকা থেকে যাবেন।
ঢাকা ছাড়াও বিভিন্ন স্থানের আইনজীবীরাও তার পক্ষে লড়তে আগ্রহ প্রকাশ করছেন।