বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিলে জরিমানা দুই লাখ!
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫৬,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ১৪৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া এখন থেকেই ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
সোমবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখালে বিশেষ করে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।’
তিনি বলেন, ‘বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে জাদু মিডিয়া ও নেশন ওয়াইড নামে দুটি প্রতিষ্ঠানকে আগেই নোটিস দেয়া হয়েছে। তাদের চাওয়া সময় শেষের পর আল্টিমেটাম দেয়া হয়। সেটিও রোববার শেষ হয়েছে। ফলে সোমবার ( আজ) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই।’
হাছান মাহমুদ জানান, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবেন।