সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ৬ জনের
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৫৪,অপরাহ্ন ০২ জুন ২০১৯ | সংবাদটি ২৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চালকসহ ৬ যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৬/৭ যাত্রী।
রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হচ্ছেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া(১৬),একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া (১৭), মোঃ আলীর ছেলে মোঃ আফজাল মিয়া (১৭), ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মোঃ নোমান(২৮)।
নিহত অপর ৩ জনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনায় আহত ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানীয়দের সাহায্যে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে দু’জনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সকাল আনুমানিক ৮টায় ঢাকা থেকে লিমন পরিবহনের একটি যাত্রীবাহি বাস দিরাই যাচ্ছিল। অপরদিকে দিরাই থেকে সুনামগঞ্জে আসার পথে একটি যাত্রীবাহি লেগুনা উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় আসামাত্র বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সাথে সাথেই বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়াস সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে।