শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:৪৪,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দুই দিনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন। পরে বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় যোগদান ও সন্ধ্যা সাড়ে ৬টায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
পরদিন শনিবার সকাল ১০টায় বিকারী বাজার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় যোগদান শেষে সকাল ১১ টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন ও বেলা ১টায় ঢাকায় পৌছার কথা রয়েছে।