মানবপাচার চক্রে জড়িত পাঁচজনের মধ্যে তিনজন আটক
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:১৫,অপরাহ্ন ১৭ মে ২০১৯ | সংবাদটি ৩০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবৈধভাবে ইউরোপে পাঠানোর সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রে জড়িত হোতাসহ পাঁচজনের মধ্যে তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। আটকদের নামপরিচয় বিস্তারিত জানা যায়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব।
গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত ৬৫ জন নিহত হয়। নিহতের মধ্যে অনেক বাংলাদেশি আছে। তাদের মধ্যে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। নৌকাডুবির ঘটনায় এখনো কয়েকজন বাংলাদেশি নিখোঁজ আছে।
জীবন বদলের আশায় দালালদের আট থেকে দশ লাখ টাকা দিয়ে লিবিয়া হয়ে ইউরোপের পথে যাত্রা করেছিলেন এই বাংলাদেশিরা।
গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন মানবপাচার চক্রে জড়িত হোতাসহ পাঁচজনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার। এরপরই তিনজনকে আটকের খবর জানালো র্যাব।