ঢাকাদক্ষিণে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:৪৮,অপরাহ্ন ০৪ মে ২০১৯ | সংবাদটি ৩১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মার্কেটের ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ উপজেলার ভাদেশ্বর নালিউরী গ্রামের হাজী মকদ্দস আলীর পুত্রর আব্দুল জব্বার(৫৫)। শুক্রবার সকালে নিজ মার্কেটের ছাদ থেকে পড়ে তিনি নিহত হন।
জানাযায়, সকালে ঢাকাদক্ষিণ ইউনিয়ন রোডস্থ নিজ মালিকাধীন ভবন ‘মদীনা মার্কেট‘র ছাদে পানির ট্যাংকে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতা বসতঃ পা ফসকে ভবনের পিছন দিকে নিচে পড়ে যান। এসময় মারাত্মক জখম প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। ছেলে মেয়েরা প্রবাসে থাকায় লাশ বর্তমানে হিমাঘারে রাখা হয়েছে।